আমাদের কথা খুঁজে নিন

   

আসবে ফিরে হয়তো, আমাকে নাও পেতে পারো..

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

স্পর্শ দূরত্বে এসেও যদি কোন এক অদ্ভুদ কারণে দূরে সরে যাও তুমি, তবে আমাকে আর নাও পেতে পারো । কাঙ্ক্ষীত মানুষটিকে মন থেকে চেয়েও না পেলে কিছু করার থাকেনা । তারপরও অনেক মানুষ সুখী হয় । হয়তো আলাদাভাবেই সুখী হবে তুমি, ভাগ্য সুপ্রসস্থ হলে সুখী হবো আমিও । হাজারো ‘তুমি’র মাঝে হারিয়ে যাবে আমার ‘তুমি’ । বারান্দায় আরএফএল রয়্যাল চেয়ারে বসে অবচেতন মনে একটা প্রশ্নর উত্তর হয়তো খুঁজে ফিরবো প্রতিনিয়ত... ‘কেমন হতো, যদি তুমিই আমার ডিঙ্গি নৌকার যাত্রী হতে, যদি তোমাকে নিয়েই হতো আজীবন পথচলা...।’ ঠিক একই প্রশ্নের উত্তর খুঁজবে তুমিও । তারচেয়ে আগে থেকে বুঝলেই কী ভাল হয়না বলো? আমারো পরাণ যাহা চায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।