গাজীপুরের শ্রীপুরে উপজেলায় পলমল গ্রুপের একটি পোষাক কারখানায় মঙ্গলবার সন্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টায় দমকল বাহিনী ৩টি দগ্ধ কঙ্কাল উদ্ধার এবং ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্রুত এ আগুন আশেপাশের ভবনগুলো ছড়িয়ে পড়ছে।
অপরদিকে, মোট তিনটি ভবনে আগুন লাগলেও মঙ্গলবার দিনগত রাত ১টার সময়ও একটি ভবনে আগুন জ্বলছিল বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান জানিয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কারখানায় আরো মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার বিকেলে কারখানার বিকেলের সিফটের শ্রমিকরা কাজ করছিল। সন্ধ্যা সাতটার দিকে কারখানার দ্বিতল ভবনের নিটিং শাখায় হঠাৎ আগুনের সুত্রপাত হয়। আগুন দোতলার পুরো অংশে ছড়িয়ে পড়লে শ্রমিকরা নিরাপদে ভবন ছেড়ে নেমে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।