গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে সংঘর্ষ বন্ধ হলেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিলকে র্যাব আটক করে।
তার মুক্তির দাবিতে শনিবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার সমর্থকরা জড়ো হতে থাকেন।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সবুজের সমর্থকরাও সেখানে জড়ো হন।
জলিলের মুক্তি চেয়ে তার সমর্থকরা সড়ক ব্যারিকেড দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।
এঘটনায় দুইজন গুলিবিদ্ধ ও এক পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি করেছেন।
১৫ মার্চ তৃতীয় দফায় শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ইকবাল হোসেন সবুজ (মোটর সাইকেল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল জলিল (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির একক প্রার্থী আব্দুল মোতালেব (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে লড়ছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।