আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আল আমিন (২৮) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। একই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ দুপুরে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত আল আমিন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি উপজেলার উজিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
আল আমিনের ভাই আলমগীর হোসেন সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার ভাইয়ের মৃত্যু হয়। বর্তমানে আল আমিনের লাশ শ্রীপু্র হাসপাতালে রাখা হয়েছে।
তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি অস্বীকার করেছেন।
এর আগে সকালে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমানে সংঘর্ষ বন্ধ হলেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।