হঠাৎ করেই কিছুদিন হল পরিবর্তনের অঙ্গিকার করছেন আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া । তিনি শুধু বিভিন্ন সমাবেশে বলেই চলেছেন আমরা সামনে ক্ষমতায় আসলে আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন করব । কেন জানিনা তিনি শুধু অতীত কৃতকর্ম নিয়ে বিরক্ত প্রকাশ করছেন তাই নিজেই তওবা পড়ছেন ! তবে এটা জানিনা যে তিনি কি পরিবর্তন করতে চান । তার প্রকৃত প্ররিবর্তন যে কি তা এখনও তিনি প্রকাশ করেননি । তার এই পরিবর্তনের কথা সম্পর্কে যখন কোন মিডিয়া কোন বিএনপি নেতাকর্মীদের জিঙ্গেস করেছে ত তারাও বলতে পারেননি , এমনকি তার দেওয়ান-ই-খাস জনাব মীর্জা ফকরুল ইসলামও জানেননা কি সেই পরিবর্তন , শুধু পরিবর্তন নয় একেবারেই শাসনের পরিবর্তন !
আসলে যদি পরিবর্তনের ইচ্ছা থেকেই থাকে আর মানষিকতা থাকে তবে তার কিছু নমূনা দেখানো উচিত ।
তবে আমরা বেগম জিয়ার মানষিকতার পরিবর্তনের কোন লক্ষ্যণ দেখছিনা । তার চমকের কিছু অংশ ত দেখানো উচিত ছিল , যা দেশের মঙ্গলের জন্য অপরিহার্য ছিল , যেমন:
১. তার এবারও ভুয়া জন্মদিন পালিত হল ঘটা করে , যেখানে ৭০ কেজি কেক কেঁটে অনন্দ প্রকাশ হল ! এ জাতির মহান নেতার মৃত্যু দিবস কি তার পালনের মত মানষীকতার পরিবর্তন হবেনা ? তার কি ভুয়া জন্মদিন পরিবর্তন করে আসল দিনে জন্মদিন পালন করা সম্ভব হবে সামনে ক্ষমতায় আসলে ? তার ছেলের ৭ই মার্চ কে গ্রেফতার দিবসের মত লজ্ঝাস্কর দিবস কি পালন হতেই থাকবে ? এমন জাতীয় দিবস সম্পর্কে তার ভবিষ্যত কি করনীয় ?
২. তিনি কি পারবেন বঙ্গবন্ধুর ছবিকে মেনে নিতে ? তিনি ত এখন পর্যন্ত তার ভাষণে জাতির জনকের নাম উচ্চারণ করেননা । পৃথিবীর আর কোন দেশে এই বেইমানী নেই যা বেগম জিয়ার মত নেত্রী করছেন এমন জাতির সাথে প্রতারনা জাতির জনক কে নিয়ে ।
৩. তিনি কি এখনও জামায়াতি ইসলামীর মত যুদ্ধাপরাধী দলকে ত্যাগ করতে পেরেছেন ? অন্তত তাদের সংগ ত্যাগ করে দেখিয়ে দেয়া উচিত ছিল এইযে আমরা পরিবর্তনের সূচনা করলাম ।
৪. তিনি কি মৌলবাদিদের ত্যাগ করতে পেরেছেন ? প্রকাশ্য তার সাথে মৌলবাদি চক্রের নেতাদের আমরা ঘন্টার পর ঘন্টা গোপন আলাপন করতে দেখি ।
তার কি কোন মানষিকতার পরিবর্তন হয়েছে বলে নমূণা পাওয়া যায় ?
৫. তার কি যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে কোন স্পষ্ট ধারণা পাওয়া যায় যে তিনি দন্ডিত নেতাদের শাস্তি কার্যকর করে তার রাজাকার প্রীতির মানষিকতার পরিবর্তন ঘটাবেন ?
৬. মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বয়ান কি আমরা পেয়েছি ??
৭. সংবিধান কি ডাস্টবিনে ছুঁড়ে ফেলার মানষিকতার পরিবর্তন হয়েছে কিনা তা কি জানতে পেরেছি ?
৮. আমরা কি জানতে পেরেছি পাকিস্তানের গয়েন্দারা আবার আমাদের দেশে ঘাঁটি করবে কিনা ??
৯. তার গুণধর দুটি ছেলে সম্পর্কে তার মছলা-মাসায়েল কি ? তাদের কৃত কর্মের শাস্তি কি সুনিশ্চিত হবে কিনা ? তাদের টাকা কি বিদেশ থেকে আসবে কিনা ? নাকি এই পরিবর্তন তাদেরই ক্ষমতায়নের জন্য ?
১০. দূর্নীতি কি দূর হবে ? নাকি স্বজনপ্রীতি আবার জেঁকে বসবে তার আসে পাশে, ভাই-ভগিনি ভগ্ঙর সবাই টিভি চ্যানেল ইন্ডাস্ট্রিজ বাড়াতেই থাকবে ?
১১. কালো টাকা পেশি শক্তির রাজনীতি কি বন্ধ করবেন ? নাকি ব্যবসায়িদের রাজনীতিতে আবার প্রবেশ করানোর সুজোগ দিবেন ??
১১. তার সময়ের সর্বহারাদের তিনি কি করবেন ? জঙ্গি বিরোধী কাজ করবেন কিনা ?
অনেক অনেক বিষয় সামনে আসছে যা তার মুখে শোনা যায়না । তিনি কি পরিবর্তন করবেন তা এখনও তারই কাছে স্পষ্ট নয় । আসলে এসব বিষয়ে তার দ্বারা দেশের কোন পরিবর্তন সম্ভব নয় । তিনি এসব পরিবর্তন করে এখনই দেখিয়ে দিতে পারতে যে আমরা অতীত কৃত কর্মের জন্য তওবা পড়ছি , আর আজ থেকে এসব কাজ শুরু করছি !!
কিন্তু আমরা বুঝি যে তার পক্ষ্যে কোন ভাবেই এসব থেকে বেড়িয়ে এসে রাজনীতি করা সম্ভব হবেনা । কারণ তিনি মানষিক ভাবে বিকৃত ।
তিনি শুধু নিজের ক্ষমতার পরিবর্তন হবে বলে দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন , সত্য হলে আগে থেকেই শুরু করতেন । মনে আছে ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগের পর তিনি বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে দেশের মানুষ জানতে পেরেছে , তাই খালেদা জিয়া সেই বিষয় অনুধাবন করে নির্বাচনের ইশতেহার পড়ার সময় মরহুম রাস্ট্রপতি শেখ মুজিবর রহমানকে স্বরণ করছি বলে ভাষণ শুরু করেছিলেন । কিন্তু তার চরিত্র ফুঁটে উঠে যখন ক্ষমতায় এসেই সেই নাম ভুলে গিয়ে তড়িঘড়ি করে অফিস থেকে আইন করে বঙ্গবন্ধুর ছবি নামালেন । টাকা থেকে ছবি উঠালেন । মু্ক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত কমিটি করলেন , সংখ্যালঘুদের উপর অত্যাচার করলেন ...... ইত্যাদি ইত্যাদি .... তাহলে কি আপনার সেই মুখের পরিবর্তনের চিহ্ন কি আবার ভাষনে ফুঁটে উঠছে ?? স্পষ্ট করার অনুরোধ রইল , তাছাড়া আমরা আপনার এমন ছলনায় ভুলবনা ইনশাল্লাহ....!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।