আমাদের কথা খুঁজে নিন

   

যেকোনো সময় মহাজোট ছাড়ার ঘোষণা: হাওলাদার

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলদার বলেছেন, আমরা মহাজোটে আছি, তবে ছেড়ে দেয়া সময়ের ব্যাপার মাত্র। চেয়ারম্যান যেকোনো সময় মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন।  আর সব দল যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না। 

আজ দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার জাতীয় পার্টির নিজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভায় সভাপতির বক্তব্যে হাওলাদার এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির পার্টি অফিস নিয়ে টানাটানি চলছে, আওয়ামী লীগের পার্টি অফিস সরকারি ভবন আর আমাদের জন্য পল্লীবন্ধু এরশাদ একটি নিজস্ব পার্টি অফিস উপহার দেবেন। আগামী শুক্রবার পল্লীবন্ধু এরশাদ ওই ভবন উদ্বোধন করবেন।  

যৌথ সভায় আরো বক্তব্য দেন জাপা প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, তাজুল ইসলাম চৌধুরী, নূরে-ই-আসনা লিলি এমপি, অব. ব্রিগেডিয়ার মাহমুদ হাসান, যুব সংহতির আহ্বায়ক আলমগীর শিকদার লোটন, জাপা উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল, দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.