অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে, অগ্রণী ব্যাংক লিমেটেড, সম্প্রতি যে সহায়তা বোনাস প্রদান করে তাতে জালিয়তী করেছে। কারণ অগ্রণী ব্যাংক যে সহায়তা বোনাস প্রদান করেছে, তা কেবলমাত্র স্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের জন্য। কিন্তু একই বোনাস সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক প্রদান করে ব্যাংকে নিয়োজিত সকল স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য। এতে করে অগ্রণী যেমনী করে অন্যান্য ব্যাংকগুলোর নিকট প্রশ্নবৃদ্ধ হয়েছেন, তেমনী করে যারা অস্থায়ীভাবে অগ্রণী ব্যাংকে নিয়োজিত আছেন তাদের কর্মস্পৃহা হ্রাস পাওয়ার কথা চিন্তা করছেন সচেতন মহল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।