আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রণী ব্যাংকে পরীক্ষার অভিজ্ঞতা

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! আইজ্জাকা একটা মজার পরীক্ষা দিলাম - অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার এর - পরীক্ষার সীট পড়েছিলো মিরপুর বাংলা কলেজে - স্বতাব্দী বাসে যাবার পথে আমার সামনের সীটে একজন বসলো হাতে লেখা প্রশ্ন নিয়ে - আমি যেহেতু পিছনে এবং মিরপুর চিনি না তাই কৌতুহল ছিলো কেউ উঠে নাকি - একই স্থানে নামবে -! জিজ্ঞাসা করলাম না - কলেজ মিললো না - একটু পর দেখলাম পড়তেছে - আমার চোখ কিছু প্রশ্ন দেখলো - সে খেয়াল করলোও যে আমি দেখছি সে লুকিয়ে ফেলোওও ! অদ্ভুত লাগেনি কারণ আগের ক্যাস অফিসারও প্রশ্ন ফাঁস হইছে -তাই জিজ্ঞাইলাম ভাই প্রশ্ন পাইলেন নাকি !! অদ্ভুত - আই আশা করছিলাম না কইবোও কিন্তু আমার ধারণাকে মিথ্যা প্রমান করে বলল হ !!! আমি ও থ ! কইলাম ভাই আরে দেহান !! ( সুযোগের সৎ ব্যাবহার ) :'( কিন্তু পাক্কা জবাব দেহানোওও যাইবোওওও না !! আফসুস করলাম ! -এবং স্বীকার করতে বাধ্য হইলাম এইডাই তার যোগ্যতা -! তার টাকা আছে তার লিংক আছে সে প্রশ্ন পেয়েছে ! ৭৫ টায় ৭৫ পাবে ! আমি সর্বচ্চ ৬০ পাবোওও :'( আমি বাদ !! হাহাহাহাহাহ আমি সুযোগের অভাবে সৎ সেইডাই মাইনা লইলাম !!! তা ছাড়া আর কি ? হাহাহাহহাহহহাহাহাহাহা ব্যাংকের চাকুরী আশা ছাড়তে হইবওওওও মনে হইতাছে !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.