আমাদের কথা খুঁজে নিন

   

তুমি যেমন ইঁদুর আমি ও তেমনি ত্যাদর

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
বিগত দুই দিন যাবত ইঁদুর ভীষনরকম জালাইতেছে। অফিসের ড্রয়ারে সেইদিন বাদাম রাখিয়াছিলাম তাহার পরের দিন আসিয়া দেখি অধিকাংশ বাদাম খাইয়া ফেলিয়াছে। অদ্য আসিয়া দেখিলাম বাদামের বিটলবন ও ঔষধ গত কাল রাত্রে খাইয়াছে। আমার প্রতি ইঁদুরের এরুপ খেপিয়া যাওয়ার কারণ খুজিয়া পাইতেছি না। সামনে ঈদ ও পূজোর বন্ধ আল্লায় জানে কোন কাগজ যে কাটিয়া রাখে।

ইঁদুর মারিবার বিষ দিয়া মারিতেও বিবেকে বাধিতেছে। তাই কু বুদ্ধি একটা বাহির করিয়াছি যেহেতু ইঁদুর মামা ঔষধ খায় তাই জন্মবিরতিকরণ পিল কিনিয়া ড্রয়ারে রাখিয়া দিব। বেটা ইঁদুর তুমি আর পোলা/মাইয়ার মুখ দেখতারবা না। সেই জালায় দেশান্তরী হইবা থুক্কু অফিসান্তরী হইবা। আমার প্রব্লেম সলভ।

হাহহাহাহহা তুমি যেমন ইঁদুর আমি ও তেমনি ত্যাদর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।