আজ পেরুর বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে দলে পাওয়া যাচ্ছে না ইনজুরি আক্রান্ত লিওনেল মেসিকে।
মেসি ছাড়াও পেরুর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না গনজালো হিগুয়েন, ফার্নান্দো গাগো ও জাভিয়ার মাসচেরানোর মতো তারকারা। উরুগুয়ের বিপক্ষে মঙ্গলবারের পরবর্তী ম্যাচেও তাদের ছাড়াই আকাশী নীল জার্সিধারীদের মাঠে নামতে হবে।
এ সম্পর্কে আর্জেন্টিনা কোচ স্থানীয় রেডিওতে বলেছেন, মেসির অনুপস্থিতি মেনে নেয়া সবসময়ই বেশ কঠিন। মাঠে তার বিকল্প নেই। তাকে ছাড়া মাঠে নামা শুধুমাত্র আমাদের জন্য নয় প্রতিপক্ষের জন্যও বিশেষ কিছু। মেসি মাঠে না থাকাটা পুরো দলের জন্য মনস্তাত্বিক আঘাত। এই সমস্যার সমাধানের চেষ্টা করাও একটি চ্যালেঞ্জ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।