সরকার ইচ্ছাকৃতভাবে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ইচ্ছাকৃতভাবে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামক একটি চিজ দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে দেশপ্রেমিক নাগরিক পার্টি আয়োজিত 'লংঘিত মানবাধিকার, নির্বিকার সরকার, সংঘাত ও গৃহযুদ্ধ এড়াতে রাজবন্দীদের মুক্তি সংক্ষুদ্ধ জনতার দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করতে হবে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সঙ্কট সৃষ্টি করেছে। সঙ্কটের সমাধান আওয়ামী লীগকেই করতে হবে।
সংগঠনের চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরীন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্য জোট নেতা মাওলানা সোয়েভ আহমেদ ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।