আমাদের কথা খুঁজে নিন

   

গৃহযুদ্ধের মোকাবেলা



যুদ্ধাপরাধের বিচারে জামাত নেতাদের শাস্তি হলে সারা বাংলাদেশ জ্বালিয়ে দেয়া ও গৃহযুদ্ধের হুমকি জামাত শিবির অনেক দিন থেকে দিচ্ছে। ট্রেন, বাস, মালবাহি ট্রাক, সি এন জি ইত্যাদি যানবাহনে আগুন দিয়ে ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যা; রেললাইন তুলে ফেলা; বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া; মসজিদ, মন্দির, শহীদ মিনার ভেঙ্গে ফেলা; মুক্তিযোদ্ধা, আওয়ামিলীগার, সংখ্যালঘুদের হত্যা প্রভৃতির মাধ্যমে জামাত শিবির রাষ্ট্র বিরোধী গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ বি এন পি নির্বাচন বন্ধ না করলে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে এবং তাদের বিদেশী বন্ধুরা ও সুর মিলিয়ে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করছে।
বর্তমানে দেশের যে অবস্থা তাতে ভোটারদের জানমালের নিরাপত্তা বিধান সম্ভব না। শুধু ভোটকেন্দ্র ও ভোটের দিন নিরাপত্তা দেয়া কোন বাস্তব সম্মত ব্যবস্থা হতে পারে না।

কারণ ভোটদানের পরদিন হতে ভোটাররা সম্পূর্ণ নিরাপদহীন হয়ে পড়বে যা কোন বাহিনীর ( পুলিশ, যৌথবাহিনী) পক্ষে ঠেকানো সম্ভব হবে না। একমাত্র স্থানীয়ভাবে গঠিত সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী দ্বারা এটা নিশ্চিত করা সম্ভব।
সুতরাং সন্ত্রাস, নাশকতা ও গৃহযুদ্ধের হুমকির বাস্তব অবস্থা আমলে নিয়ে সরকারের উচিৎ প্রথমে দেশ ও জনগণের নিরাপত্তা বিধানের ব্যবস্থা গ্রহন করা। অত:পর নির্বাচনের পরিবেশ তৈরী করে নির্বাচনে যাওয়া। এজন্য ইনিয়ন, উপজেলা, জেলা স্তরে মুক্তিযোদ্ধা, আনসার, ভি ডি পি, স্কুল কলেজের স্কাউট, ফায়ার ব্রিগেড প্রভৃতিদের সমন্বয়ে ”সিভিল ডিফেন্স পার্টি” গঠন করে অতিশীঘ্র প্রশিক্ষণ ও অপারেশন শুরু করা প্রয়োজন।

এই মর্মে সংবিধনের অনুচ্ছেদ ৭২(৩),(৪); ৯৩(১) এবং ১৪১ক(১),(৩) অনুসরণীয়। অত:পর নির্বাচনের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি হলে নির্বাচন অনুষ্ঠিত করা হবে সমিচীন কাজ। দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার্থে এর কোন বিকল্প নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.