আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্প্রাপ্য ১১টি দুর্মূল্য বস্তু - ঈদ স্পেশাল পোস্ট !~!

ভ্রুম!ভ্রুম!!ভ্রুম!!!

প্যাইনাইট: ধারনা করা হয়ে থাকে ‘প্যাইনাইট’ হলো পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য রত্ন। ১৯৫০ সালে বার্মায় আবিস্কৃত রত্নটি দেখতে কমলাভ বা লালচে বাদামী রঙ এর। বিগত কয়েক বছরে শুধুমাত্র ২টি প্যাইনাইট স্ফটিক পাওয়া গিয়েছে। প্রতি ক্যারটের মূল্য ১৮০০ ডলার। উইলিয়াম শেক্সপিয়ারের স্বাক্ষর: তিনিও যদিও বা অনেক লেখালেখি করেছেন, কিন্তু তাঁর স্বাক্ষরের সংখ্যা খুবই কম।

বর্তমানে তাঁর স্বাক্ষর সম্বলিত শুধুমাত্র ৬টি দলিল বিদ্যমান- যার মুল্য প্রায় ৩মিলিয়ন ডলার। Willm Shakp 12 June 1612 William Shakspēr 10 March 1613 Wm Shakspē 11 March 1616 William Shakspere Willm Shakspere William Shakspeare 25 March 1616 ট্রেস্কিলিং: উইকিপিডিয়ার মতে, সুইডেনের হলুদ রঙের ‘ট্রেস্কিলিং’ হলো সবচেয়ে দুর্লভ ও দামী ডাকটিকিট। এর আনুমানিক মুল্য ২.৩মিলিয়ন ডলার। সাল ১৮৫৮ এ দেশটির মুদ্রার নাম ছিল স্কিলিং। ৩স্কিলিং মুল্যের ডাকটিকিটের রঙ ছিল নীল ও ৮স্কিলিং মুল্যের ডাকটিকিটের রঙ ছিল হলুদ।

কিন্তু একবার ভুলবশত ৩স্কিলিং মুল্যের কয়েকটি ডাকটিকিট হলুদ রঙে ছাপানো হয়,যার কারনে পরবর্তী সময়ে এদের মুল্য এতো বেড়ে যায়। গুটেনবার্গ বাইবেল: দুষ্প্রাপ্য বই এর সংখ্যা যদিও বা নেহায়েত কম নয় তবুও অভিজ্ঞদের দৃষ্টিতে সবচেয়ে দুষ্প্রাপ্য হিসেবে বিবেচনা করা হয় ‘গুটেনবার্গ বাইবেল’ কে। এটি পৃথিবীর প্রথম ছাপানো বই। ১৪৫৬ সালে কয়েক হাজার বই ছাপানো হয় যার প্রতিটির বর্তমান বাজারদর ২৫-৩০মিলিয়ন ডলার! আর প্রতি পৃষ্ঠার মুল্য ২৫,০০০ ডলার !!কিছু বছর পূর্বে প্রথম সংস্করনের একটি কপি ৫.৫মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ব্লু এমপ্রেস নেকলেস: ১৪ ক্যারটের ব্লু এমপ্রেস (প্রাকৃতিক নীল হীরা) খচিত নেকলেসটিকে খুব দুষ্প্রাপ্য বিবেচনা করা হয়।

নেকলেসটিতে আরো রয়েছে ১৮ ক্যারট সাদা স্বর্ণ এবং এমপ্রেসের চারপাশ জুড়ে রয়েছে ছোট ছোট অনেক হীরা। এর মুল্য ১৬মিলিয়ন ডলার। ১৭৮৭ ল্যাফিট্টে টিএইচ. জে. ওয়াইন: প্যারিসের একটি দেয়ালের পেছনে পাওয়া সবুজ রঙের কাঁচের বোতলের ওয়াইন সবচেয়ে দুর্লভ বলে জানা যায়। এর গায়ে মোড়ানো রয়েছে ১৭৮৭ ল্যাফিট্টে টিএইচ. জে. লিখিত একটি চিরকুট। ক্রিস্টোফার ফোর্বস নামে এক ব্যাক্তি ১ লাখ ৬০ হাজার ডলার দিয়ে ওয়াইনের বোতলটি ক্রয় করেছিলেন।

মিং ফুলদানী: চীনামাটির তৈরী আঁকানো বাঁকানো ফুলের নকশা সম্বলিত ছোট্ট গঢ়নের তাম্র লাল ও সাদা রঙের ফুলদানীটি হল সবচে বিরল। হং-য়ু যুগ (২১ অক্টোবর ১৩২৮ – ২৪ জুন ১৩৯৮) এ নির্মিত এ ফুলদানীটি স্টিভ উইন নামে একজন ক্যাসিনো মালিক ১০.৯ মিলিয় ডলার খরচ করে ক্রয় করেছিলেন। দ্বি-ঈগল মুদ্রা: সাল ২০০২ এ দু’টি ঈগলের ছবি সম্বলিত আমেরিকার ২০ডলার মুল্যের একমাত্র এ মুদ্রাটি বিক্রিত হয় ৭.৯ মিলিয়ন ডলারে। ব্র্যানের দুর্গ: ট্র্যান্সিলভ্যানিয়ায় অবস্থিত দুষ্প্রাপ্য যে কেল্লাটি ব্র্যাম স্টোকারকে বিখ্যাত গ্রন্থ ‘ড্রাকুলা’ লিখতে উৎসাহিত করেছিল সেটিকে সবচেয়ে দামী রিয়েল এস্টেট বলে বিবেচিত করা হয়। বর্তমানে এর দর ১৩৫ মিলিয়ন ডলার !! অ্যামেজিং স্পাইডার ম্যান #১ কপি: বিখ্যাত কমিক ক্যারেক্টার ‘স্পাইডার ম্যান’ এর প্রথম মুদ্রনের মোটামুটি অক্ষত অবস্থার বিরল একটি কপিকে সবচেয়ে দামী কমিক বই বিবেচনা করা হয়।

১৯৬৩ সালে মুদ্রিত ১২ সেন্ট মূল্যের এ কমিকটির বর্তমান দাম ৪০,০০০ ডলার ! অ্যামাবিটো ন মশিয়ো (প্রাচীন সামুদ্রিক লবণ): বহু বছর পূর্বে জাপানীরা নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিশুদ্ধ সমুদ্রের পানি ব্যবহার করে এ লবণ তৈরী করতো। খুব অল্প পরিমাণ এই এ লবণ বর্তমানে বিদ্যমান এবং এর প্রতি পাউন্ডের মূল্য ৪০ ডলার। ঈদ-উল-আযহা'র অনেক শুভেচ্ছা সব্বাইকে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.