আমাদের কথা খুঁজে নিন

   

আসেন দেখে নেই কুরবানির গরুর দিকে কে কিভাবে নজর দেয়

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা

কুরবানি ঈদে শখকরে গরু কিনে আনার পর একেক জনের নজর কিন্তু গরুর একেক দিকে থাকে এবং গরুকে নিয়ে একেক জনের চিন্তা ভাবনাও কিন্তু একেক রকম হয়ে থাকে দেখে নেই কার চিন্তা ভাবনা গরুর অংশে এছাড়ও গরুকে নিয়ে আরও অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকে ১। বাচ্চার মা চিন্তা করে, কলিজাটা বাবুর জন্য রেখে দিব ২। গৃহিনী চিন্তা করে ভুড়িটা বুয়াকে দিয়ে ধুইয়ে নিব ৩। কর্তা চিন্তা করে ফ্রিজে রাখলে অনেক দিন বাজার করা লাগবেনা ৪। যারা গরু কাটে তারা চিন্তা করে পায়া চারটা কেউ না নিলে আমি নিমু ৫।

বুয়া চিন্তা করে আমারে একটু বেশি ভাগ দিব ৬। মেয়ে চিন্তা করে ড়ানটা নিশ্চয় শশুর বাড়িতে দিবে ৭। মুরুব্বি চিন্তা করে গোশ্ত খাওয়া মানা কিন্তু ঈদেতো খাইতে দিব ৮। দারোয়ান চিন্তা করে গু-মুত তো আমারেই পরিষ্কার করা লাগব ৯। এতিম খানা চিন্তা করে চামড়ার টাকার ভাগদার তো আমরাই ১০।

বড় গরু হলে আশেপাশের মানুষ চিন্তা করে এবার তাহলে ভালই আয় হইছে যে যাই চিন্তা করুক আমাদের কুরবানির নিয়ত থাকবে একমাত্র আল্লাহ্ কে খুশি ও রাজি করার জন্য কুরবানি করা সবার জন্য রইল ঈদ মোবারাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.