আমাদের কথা খুঁজে নিন

   

জীবন অঙ্ক



জীবন অঙ্ক - যাযাবর জীবন অঙ্ক কষেই চলেছি জীবনের বোধোদয়ের পর থেকে কিংবা জীবন যুদ্ধের জোয়াল যেদিন থেকে কাঁধে; সরল, সুদকষা, পাটীগণিত, বীজগণিত ক্যালকুলাস কিংবা জ্যামিতিক জীবনের প্রয়োজনে যত হিসাব নিকাশ সবই গাণিতিক। এক এক কুড়িয়ে যোগ করছি আনন্দ নহর বিসর্জনের বিয়োগে ছুঁড়ে ফেলা হতাশার গহ্বর গুনে গুনে বাড়ানো খুশির সরোবর বেটে চলেছি ভাগে দুঃখ বরাবর; জীবনের ফলাফল? বিশাল এক "শূন্য"। সবার জীবনের সমীকরণ মেলে না আমারটার গলদ রয়ে গেছে হয়তো গোড়াতেই কোথায় সরল জীবন অঙ্কের, খুঁজে পাইনি তার হারিয়েছিল কোথায় সে সোনামুখী সুঁই, কোন খড়ের গাঁদায়। সারাজীবন আশেপাশের মানুষগুলোকে মিলিয়ে হয়েছি ধন্য অথচ আমারই জীবন ফলাফল বারে বারে অঙ্ক কষে পাই "শূন্য"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.