আমাদের কথা খুঁজে নিন

   

ধেয়ে আসছে পাইলিন, ওডিশা, অন্ধ্রপ্রদেশে নিহত ৩

ভারতের পূর্ব উপকূলে ওডিশা ও অন্ধপ্রদেশ রাজ্যে পাইলিনের প্রভাবে শুরু হয়েছে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি।   আজ শনিবার বিকেল থেকেই শুরু হয়েছে বৃষ্টি । প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত উপকূলীয় এলাকা থেকে সাড়ে চার লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্সের খবরে আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় পাইলিনের আঘাতে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হবে  ওডিশা ও অন্ধপ্রদেশের এক কোটি ২০ লাখ মানুষ।

পাইলিন আঘাত হানার আগে রাজ্যদুটিতে শুরু হয়েছে দমকা হাওয়া। বাতাসের বেগে  গ্রামগুলোর বেশিরভাগ নারকেল গাছ ভেঙে পড়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভেঙে পড়ার সময় গাছের নিচে চাপা পড়ে দুজনের প্রাণহানি হয়েছে। কাচা ঘরের দেওয়াল ভেঙে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওডিশা ও অন্ধ্রপ্রদেশের মানুষ আতংকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছেন।

ভীত শিশুকে কোলে নিয়ে মা ছুটছেন আশ্রয়ের সন্ধানে। শহর ছেড়েও পালিয়েছে অনেকে। অনেকে মন্দিরে আশ্রয় নিয়েছেন। উপকূলে কাচা ঘরে বসবাসকারী কৃষক ও জেলেদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।  

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের ভাইস চেয়ারম্যান শশীধর রেড্ডি জানান, ঘূর্ণিঝড়ের আতংকে ভারতে এবার সবচেয়ে বেশিসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের হিসেবে চার লাখ ৪০ হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন। নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি জানান, ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানির আশংকা করছেন তারা। তারা চেষ্টা করছেন যাতে প্রাণহানি কম হয়।

পাইলিন আজ সন্ধ্যা বা রাতের যেকোনো সময় ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশায় আঘাত হানতে পারে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় পাইলিন আজ ওডিশার দিকে ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে।

এ কারণে সতর্ক সংকেত জারি করা করেছে।

এদিকে আজ ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, ওডিশায় অতিরিক্ত গাছ কেটে ফেলার কারণে প্রাকৃতিকভাবে ঘূর্ণিঝড় প্রতিরোধ করার সম্ভাবনা খুব একটা নেই। ওই অঞ্চলে সরকারিভাবে প্রায় এক লাখ ৭০ হাজার গাছ কেটে ফেলা হয়েছে, যা ওই অঞ্চলের জন্য একটি বড় ধরনের হুমকি।  

খবরে বলা হয়, ওডিশার জাতাধারি নদীর দুই কিলোমিটারের মধ্যের গ্রামটিতে এক সময় প্রচুর পরিমাণে ঝাউজাতীয় ক্যাসুরিনা গাছ ও কাজুবাদামের গাছ ছিল। সেগুলো এখন কেটে ফেলা হয়েছে।

ক্যাসুরিনা গাছ ঝোপ আকারের হয় এবং এই গাছ ৩৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। যেকোনো ধরনের ঘূর্ণিঝড় মোকাবিলায় এই গাছ প্রাকৃতিক শক্তি হিসেবে কাজ করে।

নোলিয়াসাসি গ্রামের বাসিন্দা মহাদেব বলেন, ‘নির্বিচারে গাছ কেটে এই এলাকা উজাড় করার জন্য প্রশাসন দায়ী। আজ যেকোনো মুহূর্তে আমাদের গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এই ভয়ে গত কয়েক দিন আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি।

এ ছাড়া পাশের পোলাঙ্গা ও গাদাকুজাং গ্রামেও ঘূর্ণিঝড় পাইলিন আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে।

দুই বছর আগে ওই এলাকায় পোসকো স্টিল প্লান্ট স্থাপনের সময় সরকারিভাবে প্রায় এক লাখ ৭০ হাজার গাছ কেটে ফেলা হয়।

এর আগে ১৯৯৯ সালে ওডিশায় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। এতে কুজাং ও ইরসামা গ্রামে কমপক্ষে ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

ওডিশার নওগাঁ অঞ্চলের বাসিন্দা পবিত্র বলেন, ‘যখন এই অঞ্চলে গাছপালা ছিল, তখন অনেক শান্তিতে ছিলাম।

ক্যাসুরিনা গাছসহ অন্যান্য গাছপালা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মোকাবিলা করেছে। এ কারণেই ১৯৯৯ সালের পর এখানে আর বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়নি। এখন গাছ কেটে সাবাড় করে ফেলেছে। এখন আমাদের কে রক্ষা করবে?’

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।