আমাদের কথা খুঁজে নিন

   

অবসরে মুম্বাই ইন্ডিয়ান্সের দশ নম্বর জার্সি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্স শচিন টেন্ডুলকারের প্রতি সম্মান জানিয়ে তাদের ১০ নম্বর জার্সিটাকে অবসরে পাঠাচ্ছেন। কারণ ওই জার্সিটা পরেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাতেন ভারতের লিটিল মাষ্টার শচিন। 

নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ২০০তম টেস্ট খেলার পর ক্রিকেটকে গুডবাই জানাবেন শচিন টেন্ডুলকার। আর ক্রিকেটকে বিদায় বলায় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শচিন আর কখনোই খেলতে দেখা যাবে না। তাই শচিনের প্রতি সম্মান জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ ব্যাটিং জিনিয়াসের সঙ্গেই তার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানোর কথা ঘোষণা করেছে।

দলের মালিক নীতা আম্বানি জানিয়েছেন, 'শচিন দলে থাকাকালীন সময়েই আমরা একই মৌসুমে আইপিএল এর সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছি। কিন্তু এরপরই শচিন ক্রিকেটকে বিদায় বলেছেন। আমাদের কাছে অদ্ভুত আবেগের বিষয় এটি। তাই শচিনের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা  তার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।