আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার হওয়ার আহ্বান ইসির

যাঁরা এখনো ভোটার হননি, তাঁদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

কমিশন বলেছে, ভোটার হওয়ার যোগ্য কোনো কোনো ব্যক্তি এখনো ভোটার হতে পারেননি মর্মে কিছু কিছু পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। ভোটার তালিকাভুক্ত হওয়া একটি চলমান প্রক্রিয়া। চলতি ২০১৩ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের বয়স ১৮ হয়েছে, এমন কেউ ভোটার তালিকাভুক্ত না হয়ে থাকলে তাঁরা নিজ থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হতে পারবেন।

তবে দশম জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত নতুন ভোটার তালিকাভুক্তির কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে।
কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভোটার তালিকাসংক্রান্ত ডেটাবেজের শুদ্ধতা নিয়ে কোনো কোনো মহল প্রশ্নের অবতারণা করছে। কিন্তু এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। কারণ, ভোটার হওয়ার জন্য প্রত্যেককে সশরীরীরে ভোটার নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ছক পূরণ করতে হয়। সেখানে তাঁর ছবি ও আঙুলের ছাপ গ্রহণ করা হয়।

এরপর অটোমেটিক ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেমের (এএফআইএস) মাধ্যমে কেউ দুবার ভোটার হয়েছেন কি না, তা যাচাই করা হয়।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.