ঈদের একদিন আগে সোমবার সকালে এ সংঘর্ষে পথচারীসহ অর্ধশত লোক আহত হন। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিরানী এলাকার ‘লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড’ কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু কররে পুলিশ বাধা দেয়।
এরপর শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শাখা সড়ক জিরানী-শিমুলিয়া সড়ক অবরোধের চেষ্টা করলে আবারো পুলিশি বাধার মুখে পড়ে।
বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হতে চাইলে পুলিশ সেখানেও তাদের বাধা দেয়।
এ সময় উত্তেজিত শ্রমিকরা ঢিল ছুড়লে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটা শুরু করে।
এরপর প্রায় আধ ঘণ্টা দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা জানান, বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে তারা গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বকেয়া পাওনা পরিশোধ না করে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে।
গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানায় চার হাজারের বেশি শ্রমিক রয়েছেন। তাদের অগাস্ট মাসের ওভারটাইম বিল, সেপ্টেম্বর ও অক্টোবরের বেতন ও ঈদ বোনাস এবং কর্মকর্তাদের গত তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে।
কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন-ভাতা পরিশোধের কথা বললেও শ্রমিকরা কারখানায় তালা ঝুলানো দেখে ওইদিনও বিক্ষোভ করে।
পরে বিজিএমইএ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলে কারখানা কর্তৃপক্ষ রোববার বিকালে বেতন-ভাতা পরিশোধ করবে বলে ঘোষণা দেয়।
“রোববার বিকাল থেকে শ্রমিকরা বেতন-ভাতা-ঈদ বোনাসের জন্য কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছে।
কিন্তু কেউ আসেনি। ”
এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করার পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে বলে শিল্প পুলিশ পরিদর্শক আব্দুস সাত্তার জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।