আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ধর্মানুভূতি আছে, তাদের নেই???

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

সনাতন ধর্মালম্বীদের পূজা-অর্চনা নিয়ে অনেককে দেখি কটুক্তি করতে । বিশেষ করে এ সময়টায় । তাদের কাছে এটা হাস্যকর মনে হয় । নিজের হাতে বানানো "মা"এর মূর্তিকে ভক্তিভরে পূজা করা, আর কাজ শেষ হলে সেটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া, ফেলে দিইয়ে আবার কান্না করা, কি রকম উদ্ভট ব্যাপার-স্যাপার ! তাই লোকের কাছে সেটা কিছু লোকের কাছে হাস্যকর মনে হতে পারে । চায়ের আড্ডায় বসে দাঁত কেলিয়ে এসব কথা আলোচনা করে করে তারা বড় কিছু রসিকতা করে ফেলেছে তৃপ্তির ডেকুর তুলতে পারে ।

কিন্তু আপনি কি ভেবে দেখেছেন তারা আপনার ধর্মকে কি দৃষ্টিতে দেখে? তাদের কাছে আপনার ধর্মটাও সে রকম মনে হতে পারে যেমনটা তাদের ধর্ম আপনার কাছে । যেমন ধরুন, হিন্দুরা প্রতিকী হিসেবে মূর্তি বানিয়ে সেটার উপাসনা করে থাকে । তাদের কাছে এটা তাদের "মা"এর প্রতীক । এর মাধ্যমেই তাদের "মা" বর বা আশির্বাদ দিয়ে থাকে । তো ব্যাপারটা হয়তো আপনি নিতে পারছেন না ।

অযৌক্তিক বলে মনে হচ্ছে । আচ্ছা, একটা অমুসলিমকে যদি আপনি আমাদের কুরবানীর ব্যাপারটা বোঝাচ্ছেন । তাকে বলছেন, কিভাবে একটা গরুকে কুরবানীর মাধ্যমে আমাদের অন্তরের "পশুত্ব"কে কুরবানী দেয়া হয় (এটাও কিন্তু প্রতিকী) । আর এর মাধ্যমে আমাদের মন পবিত্রতা পায় । ভাবতে পারেন আপনার এ ব্যাখ্যা তার কাছে কি পরিমান ridiculous বলে মনে হবে? আসলে পুরো ব্যাপারটাই হল আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার ।

মুখে সবাই বলি শান্তির ধর্ম, এটা সেটা । কিন্তু একবার ভেবে দেখেছেন কি, একটা মানুষকে "মালাউনের বাচ্চা" বলে গাল দিলে তার কেমন লাগে? তার গরুর মাংস না-খাওয়া নিয়ে fun করলে তার অনুভূতিতে আঘাত লাগে কি লাগে না? আপনার লেবাস নিয়ে দাড়ি কথা বললে তো খুব লাগে, তাই না?? শুধু হিন্দুদের টাঞ্ছি কেন? বৌদ্ধধর্ম নিয়েও কিছু বলি । একবার একজন খুব নামী উচুপর্যায়ের এক "ইসলামী ব্লগার",(একবার পুলিশের কাছে আটকও হয়েছিলেন) আমাকে ফেসবুক চ্যাটে গৌতম বুদ্ধকে নিয়ে তার একটা লেখা পড়ার জন্য বলল । কৌতুহল-বশত একবার চোখ বুলালাম । সত্যি করে বলছি, কোনো বৌদ্ধধর্মালম্বী এই লেখা পড়াতে পারবে না ।

সেখানে বুদ্ধকে নিয়ে খুব বাজে এবং নিচুভাবে মন্তব্য করা হয়েছে । এখানেই ক্ষান্ত হননি তিনি, এমনটাও বলেছেন যে, তার লেখা পড়ে সে রাতেই সকল বৌদ্ধ ধর্মালম্বীরা মুসলমান হয়ে যাওয়া উচিৎ । এরকম ঔদ্ধাত্বপূর্ণ কথা যদি আপনার মত একজন মুসলিমকে বলা হয় তখন কেমন লাগবে? একটু ভাবুন, প্লিজ ভেবে দেখুন । আমরা যে মুখে বলি যার যার ধর্মীয় বিশ্বাস তার তার । কিন্তু কাজের ক্ষেত্রে তা কতটুকু পালন করছি? অন্যের ধর্ম নিয়ে অযথা খানা-তল্লাসির দরকার নেই ।

সবার বিশ্বাসকে সম্মান দিতে শিখুন, যেমন আপনার নিজের বিশ্বাসকে সম্মান দিচ্ছেন । মানুষকে মানুষের মত বিবেচনা করতে শিখুন । "অসাম্প্রদায়িকতা" আমার এই অর্থই বহন করে । অন্যের ধর্মকে সম্মান করতে শিখুন, তাহলে আর "ধর্ম যার যার, উৎসব সবার" এই ধরণের স্লগান দেবারও প্র্যোজপ্ন পরবে না, লোকে এমনিতেই এর অর্থ বুঝে নিবে । সবাইকে ঈদের শুভেচ্ছা !!!



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.