আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ওয়ান এলিভেনকে ঘৃণার সঙ্গে পালন করি-তরিকুল

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো এক-এগারোর দিনটিকে আমরা ঘৃণার সঙ্গে পালন করছি। অথচ, আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি। বরং তাদের বৈধতা দিতে এই দিনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, স্বৈরাচার সরকারকে বৈধতা দেওয়ার ইতিহাস আওয়ামী লীগের আছে। ১২ জানুয়ারি শনিবার বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আয়োজন করে।

বিষয়বস্তুর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ন ম মুনির আহমদ চৌধুরী। সেখানে এসব কথা বলেন তরিকুল ইসলাম। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তরিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ভাষণে ক্ষমতার ধারাবাহিকতার কথা বলছেন, উন্নয়নের ফুলঝুড়ি দিয়েছেন। দেশের জন্য যদি এত ভালো কাজ করেন, তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তাঁর ভয় কেন? তিনি যা বলেছেন, তা মিথ্যাচার। তাই তিনি এখন নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন।

’ জামায়াতের প্রসঙ্গ উল্লেখ করে তরিকুল বলেন, আওয়ামী লীগের সঙ্গে থাকলে ভালো, আর অন্য দলের সঙ্গে গেলে তারা বাজে হয়ে যায়। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জামায়াতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছিল, তখন কি তারা যুদ্ধাপরাধী ছিল না?’ ‘চলমান সংকট আওয়ামী লীগের সৃষ্টি, তাই আওয়ামী লীগকেই এ সংকটের উত্তরণ ঘটাতে হবে’ বলে মন্তব্য করেন তরিকুল ইসলাম। খবরের সূত্র এই লিংকে ইউট্যাবের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, খন্দকার মোস্তাহিদুর রহমান, অধ্যাপক আখতার হোসেন খান, রইছ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ. শরিফ উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান, বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংসদ শাম্মী আখতার প্রমুখ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.