প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা
আমার এক মাত্র পুত্রের জন্মের পর ব্লগে সুন্দর নাম চেয়ে পোস্ট দিয়েছিলাম। অনেকেই আন্তরিকভাবে বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন, নানা রকম টিপস দিয়ে আমাকে হেল্প করেছেন। আপনাদের দেওয়া লিংকের সুত্র ধরে অনেক খোঁজা খুঁজি করে অবশেষে পছন্দ সই নাম পেয়ে যাই কিছুদিন আগে। আজ আকিকা দিয়ে সেই নামটা পাকাপকি করে রেখে দিলাম। বাবুর নাম রেখেছি - জাওয়াদ তাহমিদ ফারদিন।
আজ সকালে দুইটা খাসি শহীদ হয়েছে।
আপনাদের সকলের দাওয়াত থাকল। নৈরিত আফা তো খালি রেসিপি দিয়া খালাস হইয়া গেছেন। আমি তাই খাসি সাপ্লাই দিলাম। এখন উনারে কন আইসা রাইন্ধা দিয়া যাইতে ।
নইলে আপনাদের খাওয়ামু কি ?? আমার বউ আবার তার আম্মুর হাতের রান্ধন ছাড়া খাইতে পারেনা। কিন্তু শাশুড়ি মা গেছে বাপের বাড়ি। এখন উপায় ?
ঈদ মোবারক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।