ক্যালিফোর্নিয়া: ইসলাম সম্পর্কে ভুল ধারণার অবসানে অমুসলিমদের জন্য খুলে দেয়া হলো ক্যালিফোর্নিয়ার একটি মসজিদের দুয়ার। রবিবার এই মসজিদের প্রবেশ করার অনুমতি পায় অমুসলিমরা।
সেখানে ইসলামের সংস্কৃতি ও পানাহারসহ শান্তির এই ধর্মের নানা দিক তাদের কাছে তুলে ধরা হয়।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া পাবলিক রেডিওকে ইসলামিক শুরা কাউন্সিলের নির্বাহী পরিচালক শাকিল সৈয়দ বলেন, ‘নাইন ইলেভেনের পর ইসলাম ও মুসলমানদের সম্পর্কে জানার আগ্রহ ও কৌতূলহ সমাজে ব্যাপকতর হয়েছে। ’
গত ১০ বছর ধরে একটি বিশেষ দিনে দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঞ্চলের মসজিদগুলোকে অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে।
একে বলা হয়, ‘মুক্ত মসজিদ দিবস’। এর আয়োজক ইসলামিক শুরা কাউন্সিল।
স্থানীয় সময় রবিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কালভার মসজিদটিকে অমুসলিমদের জন্য উন্মক্ত রাখা হয়। এ সময় ইসলাম সম্পর্কে তাদের প্রশ্নের জবাব দেয়া হয়। আন্তঃধর্মীয় সৌহার্দ বৃদ্ধির জন্য এই উদোগ নেয়া হয়েছে।
পিউ রিসার্চের এক সপাম্প্রতিক জরিপে বলা হয়েছে, মুসলমানরা পৃথিবীর সবচেয়ে উদারপন্থি জাতি।
যুক্তরাষ্ট্রে ৬০ লাখ থেকে ৭০ লাখ মুসলমান বাস করে। গ্যালাপ পোলের এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ইসলাম সম্পর্কে আমেরিকানদের জানাশোনা খুবই কম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।