আমাদের কথা খুঁজে নিন

   

দাওয়াত অব্যাহত, সাড়া পাওয়ার আশা ইনুর

পাশাপাশি নাশকতা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।
আলোচনায় বসার আহ্বান জানিয়ে রোববার সচিবালয়ে ইনু বলেন, “আলোচনায় যদি বসতে চান শর্ত দেবেন না, নাশকতা বন্ধ করুন। দুটি প্রস্তাব মাঠে আছে- একটি প্রধানমন্ত্রীর সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব, অপরটি বিরোধীদলীয় নেতার নির্দলীয় সরকার গঠনের প্রস্তাব। দুটি প্রস্তাব নিয়েই আলোচনা হতে পারে। ”
আলোচনার মাধ্যমেই নির্বাচনকালীন সরকারের রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।


দাওয়াত অব্যহত রয়েছে উল্লেখ করে ইনু বলেন, “যে কোনো সময় তিনি (খালেদা জিয়া) দাওয়াত গ্রহণ করতে পারেন। ”
তবে গণতন্ত্রকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কায় দেশবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যায় তাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সভানেত্রী হরতাল প্রত্যাহার করে আলোচনার জন্য বিএনপি চেয়ারপাসনকে গণভবনে সোমবার বৈঠকে আমন্ত্রণ জানালেও হরতাল প্রত্যাহার করেননি তিনি।
এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয় ২৯ অক্টোবর হরতাল শেষে যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছেন খালেদা জিয়া।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.