আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আইফোনে কোন গান, ভিডিও, ছবি, অ্যাপস, রিংটোন, আরও অনেক কিছু ভরার জন্য কম্পিউটারে iTunes লাগে। যা http://www.apple.com/itunes/download/ থেকে কম্পিউটারে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারবেন। iTunes ইন্সটল করার পর সয়ংক্রিয় সেটিং অনেককে বিভিন্ন ঝামেলায় ফেলে। তাই সঠিক ভাবে Option গুলো Setting করে নিলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
iTunes এর সর্বউপরে বামদিকে যে বাটন আছে তাতে ক্লিক করে Show Menu Bar এ ক্লিক করুন। এখন Menu Bar থেকে View এ গিয়ে Show Status Bar এবং Show Sidebar এ ক্লিক করুন।
iTunes ওপেন করে সবার উপরে বামদিকে যে বাটন আছে তাতে ক্লিক করে যে অপশন আসবে সেখান থেকে Preferences এ গেলে নতুন একটি বক্স বা উইন্ডো আসবে। যা থেকে নিচের ছবিগুলোর মত সবকিছু সেট করে নিন। এটা করলে আপনার আইফোন Automatically কোন কিছু Sync হবে না।
আমি ছবিগুলোতে যে যে জায়গায় টিক রেখেছি ঠিক সেখানে টিক রেখে বাকি সব টিক উঠিয়ে দিয়ে Ok চাপুন।
iTunes 11+ থেকে আপনি জানতে পারবেন আপনার কোন মডেলের আইফোন। আইফোন কম্পিউটারের সাথে সংযোগ করে iTunes ওপেন করলে আপনার নামের আইফোনে ক্লিক করলে দেখাবে কোন মডেলের আইফোন এটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।