ভারত থেকে স্থলপথে বাংলাদেশে মোটরসাইকেল আমদানিতে ছাড়পত্র দিল ভারত। ভারতের অর্থমন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই ছাড়পত্র দেয়। তিনি বলেন গত সপ্তাহেই ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের শুল্ক দফতরের যৌথ বৈঠকেও এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য ভারত থেকে সমুদ্রপথে বাংলাদেশে মোটরসাইকেল রপ্তানি হলেও স্থলপথে সেদেশে রপ্তানি হত না। স্বাভাবিক ভাবেই বাংলাদেশের বাজারে ভারতীয় মোটরসাইকেলের দাম অনেক বেশি পড়ে যেত।
ফলে সেদেশে ভারতীয় মোটরসাইকেলের চাহিদা থাকলেও তা ছিল সাধারণে ধরাছোঁয়ার বাইরে। স্থলপথে মোটরসাইকেল আমদানি করার বিষয়ে বাংলাদেশের তরফে ভারতের কাছে দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে পেট্রাপোল-বেনাপোল এবং আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে মোটরসাইকেল রপ্তানিতে আর কোন বাধা রইল না। এই সিদ্ধান্তের ফলে সেদেশে ভারতীয় মোটরসাইকেল রপ্তানির বিশাল বাজার খুলে গেল বলেই মনে করা হচ্ছে।
ভারত সরকার ত্রিপুরার আখাউড়া, পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরে আন্তর্জাতিক 'ইন্টিগ্রেটেড চেকপোস্ট'(আসিপি) তৈরির উদ্যোগ নিয়েছে।
একইসঙ্গে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দ্রুত কার্গো ট্রাক অপসারণের জন্য আগামী বছর থেকেই সপ্তাহের সাত দিনই এই স্থলবন্দর খোলা রাখার ব্যাপারে দুই দেশে সহমত পোষন করেছে।
দুই দেশের সীমান্তে মোট ৫৩ টি স্থলবন্দর থাকলেও গুরুত্বের দিক বিবেচনা করে ১৬ টি স্থলবন্দরকে পরিকাঠামো গত উন্নয়নের জন্য বেছে নেওয়া হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।