আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টে আছি আইজুদ্দিন!!

আমি দেখি আমার চোখে, আমার চোখদুটো সাধারণ, বড়ই সাদামাটা আইজুদ্দিনের কাছে তোমরা হেরে গেলা বন্ধুরা। কেউ একজন গর্তে পড়লে আরেকজনকে টেনে নিয়ে যায়। গর্ত বাসি আইজুদ্দিন ধীরে ধীরে তোমাদের উস্কে দিল, তোমরাও দৌড়ানো শুরু করলা?? আইজুদ্দিন যে গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে সে, সেটা ময়লা-দুর্গন্ধময়। শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথার শাহাবাগের তারুণ্য নিজেদের ধরে রাখতে পারল না, এটা কি জয় হল নাকি হার, একজন আইজুদ্দিন অচেনা থাকলেই বোধয় বেশী ভালো হত। ইমরানের পাঞ্জাবীটাই কি কাল হল?? এতদিন ব্লগে-নেটে দুষ্টু বালক ছিল একজন, এইবার............ এইবার শুরু হল কাঁদা ছোড়াছোড়ি। একটা লেখা দেয়া হলেই, একটা করে কুকীর্ত ফাঁস করা হবে আইজুর যেদিন সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে সেদিন???? মাঙ্গো পিপল আম্লিগ-বিম্পির বিষেদাগার শুনতে সমাবেশে যায় নতুন বাংলাদেশ এখন থেকে ঘরে বসেই নানান বিনোদন লাভ করবে, এই বিনোদন দিতে গিয়ে, এক ঝাঁক মেধাবী তরুণ দিনরাত পরিশ্রম করে যাবে, ভুলেই যাবে, ঠিক কি কারনে রাজপথে নেমেছিল। (অতিকল্পনা; অবাস্তব নয়)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।