আমাদের কথা খুঁজে নিন

   

গাঁদা ফুলের জীবন রহস্য...........

Live with no excuses and love with no regrets গাঁদা ফুল ও কিছু কথা....... ফুল মানেই সুন্দর........ফুল মানেই সুগন্ধ.......ফুল মানেই ভালোবাসা.....ফুল মানেই আমাদের পছন্দের মানুষকে শ্রদ্ধাঞ্জলি জানানো........ফুল মানেই বন্ধুত্য........ফুল মানেই ভালোবাসা প্র্র্রকাশ করা.........তাই বলেই কি ফুল মানে ফরমালিন হতে পারে????????????? আমাদের দেশ দিনকে দিন উন্নতির দিকে এগিয়ে চলছে।আজ এই দেশে কি না আছে?সব কিছুই পাওয়া যায়.........রাস্তা গুলো অনেক প্রশস্ত।গত কয়েক দিন ধর বলতে গলে ছোট খাট একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, নাম হাতিরঝীল। হাতিরঝীল জায়গাটা যেমন সুন্দর তেমনি সুন্দর করে বানানও এই খানকার রাস্তা ও লেক।রাতের বেলার দৃশ্য দেখলেই মনে হবে যে আমরা বিদেশের কোন এক জায়গায় বেড়াতে এসেছি।এখানে সুন্দর একটি ফুলের বাগান ও রয়েছে।চারিপাশে শুধু গাঁদা ফুল আর ফুল। আমি গত ২ মাস ধরে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি।প্রতিবার গাঁদা ফুলের সামনে দিয়ে যাওয়ার পথে চিন্তা করি, গাঁদা ফুল কতো দিন বাঁচে? ২ মাস আগে ও ফুল গুলো যতো না উজ্জল ছিল এখন ততোটা উজ্জল নেই। আসলে গাঁদা ফুল কতো দিন বাঁচে?????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।