সবাই কেমন আছেন ? আশা করি আমার মত আপনারাও ভালো আছেন কারন আমি সবসময় ভালোর দলে । যাই হোক আমার প্রথম টিউনে ইউএস ভার্চুয়াল মোবাইল নাম্বার নিয়ে প্রথম টিউনের ব্যাপক সারা পাবার পর দ্বিতীয় টিউন নিয়ে আমার হাজির হলাম তবে আজকে আমি আমার প্রথম টিউনের কিছু সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব ।
তবে এটাও বলে রাখি আপনাদের আরো সারা পেলে আমি আরো কিছু জটিল বিষয় নিয়ে আলোচনা করব যেমন : ধরুন একটি ল্যাপটপ বাংলাদেশ থেকে কিনতে খরজ হয় মিনিমাম ২৫০০০ টাকা কিন্তু সেইম কোয়ালিটির পিসি ইউএস এ কিনতে মাত্র ১০০ থেকে ১৫০ ডলার খরচ হয় তাও আবার কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস এ । আর আপনি চাইলে এত কম রেটে পিসি বাংলাদেশে শিপিং করতে পারবেন না ।
শুধু তাই নয় আমি টিটি তে চেইন টিউন ভার্চুয়াল সার্ভিস নিয়ে যেমন :
আমেরিকান ব্যাংক একাউন্ট বাংলাদেশীদের জন্য সাথে পাবেন এটিএম মাস্টার বা ভিসা কার্ড সম্পুর্ন ফ্রি ( তা মাসিক কোন চার্জ ছাড়াই )
আমেরিকা এর নাম করা কিছু ব্যাংক যেমন :ব্যাংক অব এমেরিকা , সিটি ব্যাংক, এইচ এস বিসি এবং ওয়েল ফ্রাগো ব্যাংক ।
যা দিয়ে আপনি পেপাল থেকে ও ফ্রি উইথড্রো দিতে পারবেন ।
যেমন একাউন্টের টাইপ হবে এমন :Account Number: 12510244xxxx; Routing Number: 124303065 ; Account Type: Checking ; Bank: BANK OF AMERICA
ইউএস মোবাইল নাম্বার তিন বছরের জন্য তাও ফোন ভেরিফিকেশন এবং এসএমএস সার্ভিস
কানাডিয়ান মোবাইল নাম্বার নেওয়ার উপায়
পেপাল ফোন ভেরিফিকেশন এবং ক্রেইগলিস্ট ফোন ভেরিফিকেশন ।
সুতরাং আমার টিউন ভালো লাগলে টিউমেন্ট করে জানান আপনার চাহিদা অনুসারে ।
তবে আমার প্রথম টিউনের মত টিউনে আপনাদেরকে ইউএস ভার্চুয়াল নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম , তেমনি আমি আপনাদেরকে এমন ইউএস এ ভার্চুয়াল ঠিকানা এবং বাংলাদেশে প্রোডাক্ট শিপিং নিয়ে আলোচনা করব চেইন টিউন আকারে ।
তাহলে আসুন ইউএস ভার্চুয়াল নাম্বার নিয়ে কিছু সমস্যার সমাধান এবং ব্যবহার করার নিয়মাবলি :
আমি আমার প্রথম টিউনে সময়ের অভাবে বিস্তারিত আলোচনা করতে পারিনি তা আমি প্রশ্ন আকারে তুলে ধরছি :
* আমি ইউএস ভার্চুয়াল নাম্বারের জন্য এপ্লাই করেছি কিন্তু নাম্বার এখনো পাইনি তাহলে কি করব :- আপনি সাপোর্ট ডেস্ক এ যোগাযোগ করুন অথবা আপনার টিকেটি চেক করুন কারন অনেকে এপ্লাই করেছে
* আমি কল পাচ্ছিনা কি করব :- আপনি যদি আপনার স্কাইপি তে কল না পান আবার চেষ্টা করুন সার্ভার ব্যাস্ত থাকলে কল না আসতে পারে বা ডিলে হতে পারে ।
* আমার ইউএস ভার্চুয়াল নাম্বার টি কি কোন ওয়েব সাইটে ক্লাইন্ট বা সাপোর্ট জন্য ব্যবহার করতে পারব :- জি আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন । উদাহরন হিসাবে বিডিহাট.কম এ দেখুন ওরাও ইউএস এর নাম্বার ব্যবহার করে তবে ফ্রি তে নয় , আপনি চাইলে এই নাম্বারটি ও ব্যবহার করতে পারবেন ।
* ইউএস ভার্চুয়াল নাম্বারের কল মোবাইলে ফরওয়ার্ড করব কিভাবে: আপনি স্কাইপি / ইয়াহু / জিটক এ ফ্রি ফরওয়ার্ড করতে পারবেন । তবে মোবাইলে নিতে চাইলে তাও পারবেন , তবে প্রতি মিনিট ০.০০৫ ডলার পে করতে হবে । সুতরাং আরো হেল্পের জন্য টিউমেন্ট করেন আমি পোস্টটি আপডেট করে জানাব ।
আর যারা আমার প্রথম টিউনটি মিস করেছেন বা ফ্রি ইউএস মোবাইল নাম্বার পেতে চান তাহলে এখনি পড়ে নিন
আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগলে টিউমেন্ট করবেন এবং আপনার ভার্চুয়াল জগতের কোন সার্ভিসটি লাগবে জানাতে ভুলবেন যেন আমি রয়েছি আপনাদের জন্য এবং চেইন টিউন নিয়ে হাজির হওয়ার জন্য । আমি আপনাদেরকে কিছু শিখাতে পারলেই আমার কষ্ট সার্থক হবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।