আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষখোর আমলার কলমের খোঁচা ক্ষেপনান্ত্রের চেয়ে ভয়ঙ্কর মনে হয়

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ঘুষখোর আমলার কলমের খোঁচা ক্ষেপনান্ত্রের চেয়ে ভয়ঙ্কর মনে হয় শাফিক আফতাব.......................... ঘটনাক্রমে ধৃত ব্যক্তি পুলিশের রিমান্ডের শাস্তি হতে পরিত্রাণের জন্য যেমন মিনতি করে সকতার__অনুরূপ আমি মানুষের ফাঁদ থেকে রেহাই পেতে নিরীহ জীবের মতোন মিনতি করেছি__ অশীতিপর বৃদ্ধ অকাল মৃত্যুর হাত হতে মুক্তি পেতে যেমন করে কাকুতি আমি অমন মানুষের গ্যারাকল হতে রেহাই পেতে মিনতি করেছি__ একদল বাঘ্র তবু চতুরদিকে ঘিরেছে আামাকে আমি বিপদ আর মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে সাঁতরেছি নদী তবু তারা আমাকে দেয়নি একটু পানিয়জল। মানুষের হিংস্রতা আজ বাঘের চেয়ে ঢের মনে হয় ঘুষখোর আমলার কলমের খোঁচা ক্ষেপনান্ত্রের চেয়ে ভয়ঙ্কর মনে হয় আর তাদের মানুষ বলে ভ্রম হয়__তবে পশু বলে মনে হয়, দুষিত প্রজনন মনে হয়।

৩১.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.