তাদের অধিকাংশর মুখে দাঁড়ী নাই, বিড়ি , সিগারেট, টাইগার, কোক খায়।মিথ্যা কথা,গীবত তাদের নিত্যসঙ্গী। নামাজ শেষে বাসায় গিয়ে """শীলা কী জাওয়ানই""""" দেখে। এরা ঠিকমত সূরা ফাতিহা বলতে পারবে কিনা সন্দেহ!! কওমি মাদ্রাসা থেকে পাশ করা এসব ইমাম-মুয়াজ্জিমরা দূর্নীতিবাজ ,ঘুষখোর, সুদখোর মসজিদ কমিটির সেকেটারী,মুতওয়াল্লি,কোষাধ্যক্ষ বড়লোকের বাড়িতে দাওয়াত খেতে যায়।বড়লোকের বৌ/মেয়েরা কওমি ইমাম-মুয়াজ্জিমদের নিজ হাতে খাওয়ায়(!!!!!!!!!!!!) । এসব ইমাম-মুয়াজ্জিমরা বড়লোকের বৌ/মেয়ের দিকে লুলিয় দৃষ্টি দিয়ে তাকায়। পর্দার কোন বালাই থাকে না। আমার প্রশ্ন হল, ১) এসব দূর্নীতিবাজ ,ঘুষখোর, সুদখোর মসজিদ কমিটির লোকদের হারাম টাকা যেসব ইমাম-মুয়াজ্জিম খেয়ে নামাজ পড়ায় সেসব ইমামের পিছনে কি নামাজ পড়া জায়েজ ??????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।