শাফিক আফতাব---------- ঝাটকা আর ইলেশের পার্থক্য যেমন কিংবা ধন আর দৌলতের পার্থক্য যেভাবে নিরূপিত হয় মূলত চোর আর ঘুষখোরের পার্থক্য অনুরূপ। ফলত কোনো ঘুষখোরকে যদি আপনি চোর বলেন, ভদ্রলোক রেখে ফায়ার হবেন ; আপনার টুটিও চিপে ধরতে পারেন। যাই চিপে ধরুক, বস্তুত ঘুষখোর পদাঙ্কের হিসেবে নিম্নক্রম নয় বলা যায় চোরের চেয়ে গর্হিত নিকৃষ্ট ; ঘুষখোরের সন্তানকে বিয়ে করবেন না। রক্তে দুষণ পাবেন। পাছে সেরা সন্ত্রাসীর বাবার খেতাব পেতে হবে আপনাকেই। থানা গারদের সামনে গিয়ে কুর্ণিশ করতে হবে পুলিশের সেন্ট্রিকে। তারচে বরং টাটকা শাক সবজি খান, কিংবা জলাশয়ে পাওয়া দেশী মাছের বিড়ান ; তারপর ফলান মানব সন্তান, দেখবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিয়ার(স্যার) জন্ম দিয়েছেন। শিক্ষা নিন তাঁর কাছে, প্রমাণ করুন মেধাবী সন্তান জন্মদানের জন্য উপাদেয় বিদেশী খাবারের দরকার নেই। কচু,ঘেচু আর শাকপাতাই যথেষ্ট। নিসর্গ : ঢাকা ১১.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।