ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক কর্মী বেতন বেশি হওয়ায় চাকরি ছেড়েছেন। ওই কর্মী তাঁর কাজের তুলনায় বেতন বেশি নিচ্ছেন ভেবে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এর প্রতিবেদনে বলা হয়, ৩৬ বছর বয়সী ওই কর্মী আট বছর ধরে ওই সংস্থায় কর্মরত। তাঁর বর্তমান বেতন ৪০ হাজার রুপি। কিন্তু তিনি মনে করছেন, তাঁর কাজ অনুযায়ী এত বেতন পাওয়ার কথা নয়। প্রথম অবস্থায় বেতনের টাকা ফেরত দেওয়ারও ঘটনাও ঘটিয়েছেন তিনি। কিন্তু তাতেও সাধ মেটেনি। অবশেষে সম্প্রতি তিনি চাকরিই ছেড়ে দিয়েছেন। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ওই কর্মীর যে কাজ, তাতে তাঁর ৬০ হাজার রুপি বেতন হওয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।