লুল! CNN এর ওয়েবসাইটে পাব্লিশ হওয়া একটি i-report নিয়ে আওয়ামী সমর্থকেরা যা করছে তা দেখে ব্যাপক বিনুদুন পাইলাম।
-প্রথমেই আসি i-report কি?
i-report হচ্ছে CNN er এর একটি segment যেখানে দুনিয়ার যে কোনখান থেকে যে কেউ রিপোর্ট লিখতে পারবে। তো স্বাভাবিকভাবেই বুঝা যাচ্ছে এই রিপোর্টটি কোন সাধারণ মানুষের লেখা।
যাই হোক, এবার আরেকটি i-report এর লিঙ্ক দিচ্ছি যা লেখা হয়েছে বিডিআর বিদ্রোহে সরকারের সংশ্লিষ্টতার উপর।
http://ireport.cnn.com/docs/DOC-1055436
যদি এই রিপোর্ট ২টি আমরা সত্য বলে ধরে নেই তাহলে বুঝে নিতে হবে বিডিআর বিদ্রোহে ২ পক্ষেরই সংশ্লিষ্টতা আছে।
কি এক দেশের নাগরিক আমরা রে ভাই...যে যাই দেখে তাই নিয়া ফালাফালি। সত্য-মিথ্যা যাচাই করার সুবুদ্ধিটাও কারও মাথায় আসেনা???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।