বলিউট অভিনেতা রোহিত রায়ের ব্ল্যাকবেরি চুরি হয়ে গেছে। আর চুরি যাওয়ার দু’দিন পর থেকেই তার বন্ধুদের কাছে পুরনো নম্বর থেকে আসছে রোহিতের নানা এসএমএস!
তবে বেশিরভাগ এসএমএস-ই পৌঁছাচ্ছে নারীদের নম্বরে৷ প্রত্যেকটি মেসেজেই থাকছে যৌনতার ইঙ্গিত৷ এমনকি শুধু এসএমএস নয়, গভীর রাতে ফোন করে রোহিতের বান্ধবীদের সঙ্গে ফোন সেক্সের আমন্ত্রন জানানো হচ্ছে৷
বন্ধুদের কাছ থেকে খবরটি পেয়ে হতবাক রোহিত৷ মুম্বইয়ের আন্ধেরি এলাকার ডিএন নগর পুলিশ থানায় অভিযোগও দায়ের করেছেন এই অভিনেতা৷
রোহিত জানান, দু’দিন আগে এক রেস্তোরাঁয় ভুল করে ফেলে আসি ব্ল্যাকবেরি৷ থানাতেও এ ব্যাপারে এফআইআর করা আছে৷ তবে এরকম ঘটনা ঘটছে শুনে সত্যিই অবাক লাগছে৷
রোহিত আরও জানান, কে এই ধরনের নোংরা আচরণ করছে তা পুলিশ সনাক্ত করেছে৷ খুব শিগগিরই এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।