মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!
বিষধর সাপ যদি ফনা তোলে
------------------------------- ডঃ রমিত আজাদ
বিষধর সাপ যদি ফনা তোলে,
হাতে অঙ্গার নাও।
ফনা নেমে গিয়ে মিঠে কথা হবে সাপের নতুন বুলি,
তখন ভুলোনাকো যেন, এই সাপই ফনা তুলেছিলো কাল।
নাগেদের দিয়োনাকো দুধ, তোমার টাকায় কেনা,
হঠাৎ ছোবল যদি পড়ে,
যমুনার জল কালো হয়ে যাবে দংশনে,
তারপর সব নদ, শাখানদী, উপশাখা,
শিরায় শিরায় মিশ্রিত হবে বিষময় স্রোত,
তুমিই হয়ে যাবে খুন।
এই নদী, চাঁদ, পাখিগুলো যদি ডানা ঝাঁপটায়,
নাগের ফোঁসানী ফনিমনসার বনে জেনে রেখো,
ফনিমনসার কাঁটার আঘাতে
ছড়ে যেতে পারে তোমার কোমল দেহ,
তবুও এগিয়ে গিয়ে মেরে ফেলো সাপটাকে, যদি পারো,
নয়তো ও আবারো ছোবল দেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।