আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইলে ২৮টি বিষধর সাপসহ একজনকে আটক করেছে ব্র্যাব

টাঙ্গাইলে ২৮টি বিষধর সাপসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। টাঙ্গাইল বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী জানান, শনিবার দুপুরে র‌্যাব সদস্যরা বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাসী চালিয়ে ২৮টি বিষধর সাপসহ জহিরুল ইসলাম নামক এক ব্যক্তিকে আটক করে। আটককৃত জহিরুল জানান, তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে। এর মধ্যে ২৩টি গোখরা ও পাঁচটি দারাজ সাপ। দু’টি বাক্সতে ভরে সাপগুলো নাটোরের আব্দুলপুর থেকে সাভারে নিয়ে যাওয়া হচ্ছিলো। র‌্যাব সাপসহ আটক ব্যক্তিকে টাঙ্গাইল বনবিভাগের কাছে হস্তান্তর করে। পরে ফরেস্টার মনোয়ার হোসেন বাদী হয়ে বন্যপ্রাণী সংরন আইনী আটককৃত জহিরুলের বিরুদ্ধে টাঙ্গাইল বন আদালতে মামলা দায়ের করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.