যে নামেই ডাকোনা কেন, আমাদের রাজনীতিকরা আর তাদের পোষা ছাওয়া পাওয়া গুলান এরকম হয়া গ্যাছে। যেমনে পারতাসে করতাসে।
গুলি
আগুন
বোমা
কুপাইয়া
পিটাইয়া
মানুষ হত্যার মহান উৎসব
আবার বাকিগুলা রাস্তায় ফেলে রেখে যাচ্ছে যাতে বাচ্চারা কুড়িয়ে পেয়ে খেলতে পারে আর মরতে পারে। কাল ৩ বছরের একটা বাচ্চার কব্জি উড়ে গেছে। কি যায় আসে? আমার তো কেউ না।
ওহিদুর আজ সকালে মারা গেছে। কি যায় আসে? আমার তো কেউ না। একদিন আমারও কেউ মারা যাবে। বা আমি নিজেই মারা যাব।
গুলিতে
আগুনে পুড়ে
বোমা হামলায়
কোপানিতে
পিটানি খাইয়া
তখন?
আমাদের কি জাগার সময় হয় নাই?
১৬ কোটির দেশে কয়জন ওরা?
আমরা একটা কইরা থাপ্পড় মারলেই তো ওরা মইরা যাইব।
আসেন ভাই।
মাঠে নামি।
আমরাও পুড়াই, তয় মানুষ না, কিছু পশু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।