আইসিসি'র নিয়মে ছয় বলে ওভার হইলেও গাজী টিভিতে মাঝে মাঝেই পাঁচ বলে ওভার হইতে দেখিলাম। খেলা দেখানো নয় বরং সিটি ব্যাংকের বিজ্ঞাপনের ঐ সুন্দরীকে দেখানোই যেন তাদের মূল উদ্দেশ্য !!মেয়েটা আসলেই এত্তগুলা কিউট। হাসিটা তো একেবারে চোখ জুড়ানো,,কন্ঠটা কোকিলের ন্যয় আর শারীরিক বর্ণণাটা না ই বা দিলাম কেননা ব্লগের শিরোনামে 18+ কথাটা বলা হয়নি। সাকিব দেখলাম লাইফবয়ের বিজ্ঞাপন করতেছে,,অথচ সে নিজেই জ্বরে আক্রান্ত! বউ সুন্দরী বলে বিয়ের পর খেলায় মনোযোগী না হয়ে সবসময় মাঠের বাইরে থাকবে-এটা কেমন কথা ?তামিম ও দেখি মেয়ে পটাতে পাটাতে আর ডানো গুড়ো দুধ খেয়ে সেঞ্চুরী হাকাতে হাকাতে ক্লান্ত!যাইহোক, টেইলর ব্যাটা ভালোই খেলছে। খুব সুন্দর কিছু শট খেলেছে সে।
307 রানের টার্গেট দেখে অবশ্য কিছুটা ভয় ই পেয়েছিলাম। তবে,এটা নিশ্চিত ছিলাম,50 ওভার ব্যাট করতে পারলে জেতাটা শুধুই সময়ের ব্যাপার। জিয়াউরের চোখ বন্ধ করে ব্যাট চালনা দেখে কিছুটা আশ্চর্য্য হলাম। কালেভদ্রে কয়েকটা বল ব্যাটে লাগায় ঐ জিয়াউর কিছু রান পেল ,,সাথে ফেসবুকারদের বাহবা ও!!এবং একসময় এই চোখ বন্ধ করে ব্যাট চালানোর ফলশ্রুতিতে সে আউট!!শামসু নামের নতুন ছেলেটার আরেকটু ধৈর্য্যের পরিচয় দেয়া উচিত্ ছিল। বাংলাদেশের খেলার সময় যত ভুল সিদ্ধান্তই দেয়া হোক এতে যে শুধু বাঙালির পোঙা মারা হয়,,তা আরো একবার প্রমানিত হল রিয়াদের আউটটার মাধ্যমে।
যাইহোক,,শেষ পর্যন্ত নাসিরের উপর ভর করে জিতে গেল বাংলাদেশ। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে থেকেই "জিতে গেছি,,বাংলা ওয়াশ দিয়ে দিয়েছি" শিরোনামের পোস্ট পেতে লাগলাম!!ইহা ঠিক কী কারনে-তা বুঝলাম না!খেলা শেষে অনেকেই নিউজিল্যান্ডকে অপমান করে পোস্ট দিয়েছেন। আবার অনেককেই দেখলাম ভারতকে অপমান করতে। আজকের খেলায় ভারত কোত্থেকে এল বুঝলামনা!
যাইহোক,বাংলাদেশের ক্রিকেটাররা এখন জেতার জন্য খেলছে। প্রত্যাশা থাকবে,এভাবেই যেন তারা খেলে।
আর বিজ্ঞাপন নির্মাতাদের প্রতি অনুরোধ থাকবে,,তারা যেন সিলন চা,সিটি ব্যাংকের বিজ্ঞাপনের মতই আরো কিছু আকর্ষনীয় বিজ্ঞাপন আমাদের উপহার দেন,,যেখানে চিত্তাকর্ষক কয়েকটা সুন্দরী থাকবে। যাতে ,খেলা দেখার পাশাপাশি মনোরঞ্জনটাও হয়ে যায় !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।