"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson
কথায় কথায় আমরা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে চলতি বাংলায় কিছু স্থানীয় শব্দের ব্যাবহার করে থাকি অনেক সময়ে চটজলদি কিছু বোঝাবার জন্য কিংবা বন্ধুদের মধ্যে সাংকেতিক ভাব বিনিময় বা নিখাদ আনন্দের জন্য , যেটা পরবর্তীতে ক্ষুদ্র গণ্ডি হতে মহীরুহ আকার ধারন করে সর্বত্র মুখে মুখে প্রচলিত হয়ে ওঠে । কে বা কারা এই সকল শব্দ গুলির উদ্ভাবক তা রয়ে যায় সৃষ্টির অতল গভীরে । উদ্ভাবক কে বা কারা তা না জানা থাকলেও এই সকল নতুন শব্দ গুলির মানে না জানা থাকলে কিন্তু অনেক সময়ে বেশ বিরম্বনার সম্মুখীন যে হতেই হয় সেই বিষয়ে সন্ধেহের কোন অবকাশ আমার অন্তত নেই। আজ তাই আপনাদের সামনে বেশ কিছু জনপ্রিয় লে্টেস্ট শব্দের সম্ভার নিয়ে আসতে চলেছি তার যথার্থ্ অর্থ সহকারে ( যথাসম্ভব অশ্লীল শব্দ গুলিকে পরিহার করে) তবে কিছু শব্দের বিবিধ মানেও হতে পারে।
এবার আসুন সকলে পরিচিত হয়ে নিয় তাদের সঙ্গে , পূর্বে পরিচয় থাকলে আমি কোনমতে দায়ী নই ।
শুরু করা যাক ,
কাকা ঃ বন্ধুমহলের মুরুব্বী
আতা ঃ বোকা
ঝিঙ্কু ঃ দারুণ
জমে ক্ষীর ঃ কাজটি দারুন হয়েছে।
বাওয়াল ঃ ঝামেলা
ফাটাফাটি ঃ এর অর্থ আপনারা জানেন ...
বিন্দাস ঃ ভাল ।
চেপে গুটিয়ে যা ঃ কথা না বাড়ানোর উপদেশ
ঘাপলা ঃ গণ্ডগোল
হ্যাজানো ঃ বাজে বকা
সেন্টি ঃ অভিমান
মাখো-মাখো ঃ জমাটি
গামা ঃ ভীষণ ভাল
খাপেখাপ ঃ একদম ঠিকঠাক
ঘেঁটে ঘ ঃ গুলিয়ে ফেলা
ঘ্যামা ঃ স্মার্ট অথবা স্টাইলিশ
চাটা ঃ কঠিন প্রশ্ন করে ফাঁদে ফেলা
ক্ষীর খা ঃ নিজেকে বাহবা দেওয়া
চল ঃ ছাড়ছি / রাখছি ( সেল ফোন রেখে দেবার আগে )
মুরগি করা ঃ বোকা বানানো
লেঙ্গি মারা ঃ ডিচ করা
কেস খাওয়া ঃ ফেঁসে যাওয়া
চমকে ২৪ ঃ অপ্রস্তুত হওয়া
ব্যাথা ঃ ভাল লাগা / দুর্বলতা থাকা
ব্যাপক ঃ খুব ভাল
ল্যাদ খাওয়া ঃ আলসেমি করা ।
বার খাওয়ানো ঃ তেল পাঠ করা
লোড নেওয়া ঃ এটা না করাই ভাল ..........
লটকে যাওয়া ঃ ফেঁসে যাওয়া ( লোড নিলে অনেক সময়ে লটকে যেতে হয় )
চাবুক ঃ খুব চৈাখস লোক
কুরুম ঃ অপয়া
ঝিনচ্যাক ঃ দারুণ
বমকে যাওয়া ঃ থমকান
কোনও কথা হবে না ঃ অসাধারণ । ।
আপনাদের স্টকে কিছু থাকলে শেয়ার করতে ভুলবেন না । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।