আমাদের কথা খুঁজে নিন

   

‘হয়রানি বন্ধ না হলে পুলিশকে মানবো না’: নোমান

তিনি বলেন, “পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে বেআইনিভাবে হয়রানি করছে এবং তাদের মা-বাবাকে ‘বেইজ্জতি’ করছে। ”
সোমবার চট্টগ্রামে বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন শেষে এক সমাবেশে এ কথা বলেন দলের ভাইস চেয়ারম্যান নোমান।
পুলিশকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আপনারা যদি এ ধরনের হয়রানি বন্ধ না করেন তাহলে আমরা আপনাদের মানব না। ”
নোমান বলেন, এই সরকার ‘রাষ্ট্রবিরোধী’ ও ‘ফ্যাসিস্ট’ সরকার। তারা তাদের শপথ ভঙ্গ করেছে।

যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।
শেষ পর্যন্ত প্রশাসনের লোকজনও জনগণের কাতারে এসে সরকার পতন আন্দোলনে অংশ নেবে বলে ঘোষণা দেন তিনি।
সমাবেশের সভাপতি নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকারের বৈধতা নেই। হাসিনা যে অবৈধ সরকার তা জনগণের কাছে প্রমাণ করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর জামায়াতের আমীর আ ন ম শামসুল ইসলাম, মহিলা দলের নেত্রী নূরী আরা সাফা ও সাবেক সাংসদ রোজী কবির প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.