আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক খাতের শেয়ারে ভর করে সূচকে উন্নতি

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯২ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ১৯৬ পয়েন্ট।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বেড়ে ৪ হাজার ৮৫ পয়েন্ট হয়।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসসিএক্স বেড়ে হয়েছে ৭ হাজার ৯৯৫ পয়েন্ট।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৭ পয়েন্ট হয়েছে।


এদিন প্রায় ৪১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে, যা রোববারের তুলনায় ৯৭ কোটি টাকা বেশি।
লেনদেনে থাকা ২৩২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৪০টির কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, জেনারেশন নেক্সট, পদ্মা অয়েল, এনভয় টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, আরগন ডেনিমস ও গ্রামীণ ফোন।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৬৮ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন হয় ৩৪৯ কোটি টাকার শেয়ার।


তার আগের চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়। দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.