আমাদের কথা খুঁজে নিন

   

একটু খানি উপদেশ

আমি স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন দেখি,স্বপ্ন বানাই,স্বপ্নেই করি বসত।

বিছানায় বসে বই দেখছিলাম,এমন সময় হাল্কা কম্পন অনুভব করলাম। প্রথমে একটু ঘাবড়ে গেলাম,ভূমিকম্প নয় তো আবার। পর মুহূর্তেই বুঝতে পারলাম ভূমিকম্প নয়,আমার মুঠো ফোনের কম্পন এটা।

স্ক্রিনে একটা পরিচিত নাম্বার দেখলাম,তড়িঘড়ি করে ফোনটা রিছিভ করলাম...... -হ্যালো...... -বাঁধন,কিছু শুনছ? -না তো,ক্যান কি হইছে? -ওই আজ কোন জানি এক ছেলের সাথে পালাই গেছে। -কি বল? -হ্যাঁ ঠিকই বলছি। -কার সাথে পালাইছে? -মেলা গুলা ছেলের সাথে তো ওর রিলেশন ছিল,তারই কোন একজনের সাথে। সঠিক জানি না। -ও আচ্ছা।

চিন্তা করিও না,যে চলে যাবার সে গেছেই। ওই মেয়ের জন্য মিছেমিছি কষ্ট পাইও না। -হু সেটাই। এই বলে ফোনটা রেখে দিল। এতক্ষন যার কথা বলছিলাম সে আমার বন্ধু।

খুব সহজ সরল মানুষ বলতে যা বোঝায় এমনই একজন আমার সেই বন্ধুটা আর খুব বোকাও বটে। তা না হলে যে মেয়ে ওকে ভুলে অন্য অনেক ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে তার কাছে বার বার ফিরে যাওয়ার ভুল সে কি করে করতে পারে। যাই হোক আজ তার প্রতিদানটা সে ভাল ভাবেই পেল। আর মেয়েটার জন্য খুব আপছোস হচ্ছে যে এমন একজনকে সে ছেড়ে চলে গেল যে তাকে অনেক ভালবাসে। আর একদিক দিয়ে ভালই হয়েছে যে ওমন একটা মেয়ের হাত থেকে ও রেহাই পেয়েছে আজ।

জানি এটা অনেক কষ্টের এবং এটা থেকে বের হতে অনেক সময় লাগবে। কিন্তু একদিন সব নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ। বি:দ্র:যে তোমাকে ভালবাসে না তার জন্য নিজের জীবনটা নষ্ট করায় কোন মানে হয় না। জাস্ট লিভ হার এলোন। তার জন্য নিজের জীবনটাকে বোতলে বন্দি করে রেখো না।

বাঁচ নিজের জন্য,নিজের পরিবারের জন্য,নিজের আশেপাশের মানুষের জন্য,একজনের জন্য মরে যাওয়ার চেয়ে সবার জন্য বাঁচাই শ্রেয়। একজনের জন্য সব থেমে থাকবে না। একদিন না একদিন তুমি ঠিকই তোমার পারফেক্ট মানুষটাকে খুঁজে পাবেই। সো জাস্ট ফেস ইট,ওয়েট ফর ইট এন্ড ডোন্ট বি আপসেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.