আমাদের কথা খুঁজে নিন

   

কেটে যাক বন্ধ্যা সময়



আপনি জামাত শিবির বা বিএনপির সমালোচনা করতে পারবেন না- তাহলে আপনি আওয়ামী বাকশালী হয়ে যাবেন। আপনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারবেন না- তাহলে হয়ে যাবেন রাজাকার। আপনি বামদের সমালোচনা করতে পারবেন না- তাহলে হবেন মৌলবাদী। আর হেফাজতদের সমালোচনা করলে হবেন- নাস্তিক। একজন বিএনপি কর্মীও কি নাই যিনি জামাতের সমালোচনা করতে পারেন- আন্তরিকভাবে।

এবজন জামাতও কি নাই যিনি বিএনপির দুর্নীতিকে ঘৃণা করতে পারেন। একজন মুক্তিযোদ্ধাও কি নাই যিনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন? একজন আস্তিক মানুষও কি হেফাজতদের উগ্রতাকে নিন্দা করতে পারে না? মানুষের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। মানুষ বলতে এখন- হেফাজত, জামাত, বি্এনপি, আওয়ামী লীগ, বাম। আর অন্যরা সবাই কি নপুংশক নাকি বন্ধ্যা? যে দলগুলোর চিন্তা বিকৃত সেই দলগুলোর আগ্রাসন থেকে মুক্তি চাই। যে দলে গণতন্ত্র নেই- সেই দলকে ক্ষমতায় দেখতে চাই না।

যে দল ধর্মের নামে রাজপথ রক্তাক্ত করে তাদের ঘৃণা করি। যারা স্বাধীনতাকে অসম্মান করে তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করি। খুব বেশি ভাল পাওায়ার দরকার নেই। সামান্য ভালও কি পাওয়া যাবে না? ক্ষমতায় যাওয়ার দরকার নেই- কিন্তু অন্তত নিজে প্রশান্তিতে থাকি এই ভেবে কোনো খারাপ ব্যক্তি আমার ভোট পায়নি। এই বন্ধ্যা সময় কেটে নতুন আলোয় আলোকিত হোক বাংলাদেশ এটাই তো সবাই চায়- কেবল রাজনীতিকরা ছাড়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.