গত এক দশকের মধ্যে ২০১২-১৩ অর্থ বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। প্রকাশিত বিভিন্ন তথ্য-উপাত্তে বিষয়টি প্রকাশ পেয়েছে।
সারা বছরের প্রবৃদ্ধি ৫ শতাংশ হলেও জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ ছিল বলে বিবিসি জানিয়েছে।
দুই বছর আগেও ভারতের বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল রেকর্ড ৯ শতাংশ। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধির পরিমাণ দ্রুত হ্রাস পেতে শুরু করেছে।
এর জন্য দেশটির শিল্প ও সেবাখাতগুলোর উৎপাদন হ্রাস পাওয়াকে দায়ী করা হচ্ছে।
কাঙ্ক্ষিত সংস্কারগুলোর ধীর গতির কারণে বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ না করে অপেক্ষা করার কৌশল নিয়েছে।
ভারতীয় পরিসংখ্যান মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত উপাত্তে দেখা যায়, শেষ ত্রৈমাসিকে শিল্প উৎপাদন বেড়েছে বার্ষিক ২ দশমিক ৬ শতাংশ হারে আর সেবাখাতের উৎপাদন বেড়েছে মাত্র ১ দশমিক ৪ শতাংশ হারে।
তবে উপাত্তগুলোর সঙ্গে সরকারি পূর্বাভাসের সঙ্গতি আছে। ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
অর্থনীতির শ্লথগতির কারণেই তখন তা করা হয়েছিল।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এপ্রিলে এক মন্তব্যে অর্থনীতির এই ধীরগতিকে “সাময়িক” বলে অভিহিত করেছেন এবং দেশের অর্থনীতি আবার “৮ শতাংশ” প্রবৃদ্ধি অর্জন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
কিন্তু ক্রমবর্ধমান মূল্যম্ফীতির পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মনমোহনের এই মনোভাবে আস্থা রাখতে পারছেন না দেশটির ব্যবসায়ী সম্প্রদায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।