আমাদের কথা খুঁজে নিন

   

সোহরাওয়ার্দীতে খালেদা থাকছেন ধারণ করা ভিডিওতে

বৃহস্পতিবার বিকাল ৩টায় মহানগর বিএনপির উদ্যোগে এই জনসভা হবে।
বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ভিডিওতে ধারণ করা খালেদা জিয়ার বক্তব্য জনসভায় প্রচার করা হবে। ”
ভিডিওতে কোনো জনসভায় এটিই হবে খালেদা জিয়ার প্রথম বক্তৃতা।
এর আগে ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার আগে তৃণমূল ও প্রবাসী দলীয় নেতা-কর্মীদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন।
২০০৮ সালের ডিসেম্বরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ভিডিওতে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়েছিল ঢাকায় বিএনপির কাউন্সিল অধিবেশনে।


বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর আলোচিত একটি দিন। কার্যত এ দিনেই জিয়াউর রহমানের উত্থান ঘটে, যিনি পরে রাষ্ট্রক্ষমতায় আসীন হন এবং বিএনপি প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনাপ্রধান হিসেবে দায়িত্বে আসেন জিয়া। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। জিয়া হন গৃহবন্দি।


৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। ওই অভ্যুত্থানে জাসদের নেতা-কর্মীরাও যোগ দেয়। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।
জিয়া মুক্ত হওয়ার পর খালেদ মোশাররফ ও তার সঙ্গী মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়, যার অধিকাংশই মুক্তিযোদ্ধা।
বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে দিনটি পালন করে।


বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এ দিনে সরকারি ছুটি থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তা বাতিল করে।
দিনটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সকাল ১১টার দিকে খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।