একুশের মেলায় বইয়ের পসরা এবার সোহরাওয়ার্দী উদ্যানেও বসবে। তবে মেলার অনুষ্ঠান বরাবরের মতো একাডেমি প্রাঙ্গণে চলবে। সেই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে সেখানে। অন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
আজ বাংলা একাডেমির সভাকক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিজুড়ে বাংলা একাডেমির আয়োজনে হয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা। তবে এই মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকত। প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়া এবং বিভিন্ন ভবন নির্মিত হওয়ায় একাডেমি প্রাঙ্গণে স্থান সঙ্কুচিত হয়ে পড়ায় এবার মেলার একটি অংশ পাশের সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।