১৯ দলের কালো পতাকা মিছিলে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ প্রত্যেক মহানগর, জেলা-উপজেলায় প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১৯ দলীয় ঐক্যজোট।
আজ সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ১৯ দলের পক্ষে এ ঘোষণা দেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম বলেন, “এ সরকার স্বৈরতান্ত্রিক সরকারে ভূমিকা নিয়েছে। ২০০৮ সালে নির্বাচিত হয়ে জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। এবারেও নির্বাচনের নামে নির্বাচিত হয়ে তার ব্যাতিক্রম হয় নাই।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।