আমাদের কথা খুঁজে নিন

   

সোহরাওয়ার্দীতে ব্যাপক জনসমাগমের ঘোষণা বিএনপির

সমাবেশের আগের দিন সন্ধ্যায় পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি, এক্ষেত্রে দেরির জন্য সরকারকে দায়ী করে এর নিন্দা জানিয়েছে দলটি।

রোববার রাতে নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, “আমাদের গণসমাবেশ যাতে ছোট হয়, এজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিলম্বে অনুমতি দিয়েছে।

“তারপরও একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা ঘোষণা দিচ্ছি, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। ”

বিএনপির বয়কটের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের পর সোমবারই রাজধানীতে প্রথম সমাবেশ করতে যাচ্ছেন খালেদা।

ভোট হয়ে যাওয়ার পর গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারাদেশে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন খালেদা।

৫ জানুয়ারির নির্বাচন ‘বর্জনের’ জন্য দেশবাসীকে অভিনন্দন জানাতে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচি ঘোষণার পরদিন বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়। রোববার সন্ধ্যায় ১২ শর্তে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

সোহরাওয়ার্দী উদ্যানে গত ২৫ অক্টোবরের জনসভায় খালেদা জিয়া

রিপন বলেন, “আমরা ১৬ জানুয়ারি সমাবেশের জন্য চিঠি দিয়েছি। মাত্র ১৬ ঘণ্টা আগে আমাদের অনুমতি দেয়া হল, আমরা এহেন কারসাজির নিন্দা জানাই।

এই জনসভা বিএনপির উদ্যোগেই হবে জানিয়ে দলের দপ্তরের দায়িত্ব পালনকারী রিপন বলেন, সমাবেশ শুরু হবে বেলা ২টায়।

কার্যালয় ঘিরে পুলিশের বেষ্টনি তুলে নেয়ার পর এটাই ছিল নয়া পল্টনে বিএনপির প্রথম সংবাদ সম্মেলন।

রিপন সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-হামলা-মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, “সরকার বিরোধী দলকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারকে বলব, এই পথ থেকে সরে আসুন। গণতন্ত্রের পথে ফিরে আসুন।

সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান খোকন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।