এখন থেকে ৫০ হাজার টাকার নিচের খেলাপি ঋণ অবলোপন করার জন্য আদালতে মামলা করার দরকার হবে না।
বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে নীতিমালার পরিবর্তনের বিষয়টি ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে জানুয়ারি মাসে এক সার্কুলারের মাধ্যমে ঋণ অবলোপনের একটি নীতিমালা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
নীতিমালায় বলা হয়েছে, “মন্দ বা ক্ষতিজনক মানের খেলাপি হয়েছে এরকম ঋণ অবলোপন করতে হলে ১০ শতাংশ প্রভিশন রেখে তা আদায়ে আদালতে মামলা করতে হবে।”
মামলা দায়ের ও পরিচালন ব্যয় বেশি হওয়ায় ব্যাংকগুলো ক্ষুদ্র অংকের ঋণের বেলায় মামলা করছে না।
কারণ হিসেবে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, এসব মামলার খরচ ঋণের মোট পরিমানের চেয়ে বেশি।
ব্যাংকগুলোর এ যুক্তি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার নতুন এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তাতে বলা হয়েছে, “৫০ হাজার টাকার কম অংকের ঋণ মন্দ বা ক্ষতিজনক পর্যায়ের খেলাপী হলে তা অবলোপন করার জন্য আদালতে মামলা করতে হবে না।”
তবে অবলোপন নীতিমালার অন্যান্য নির্দেশনা পরিপালন করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।